Seo Services

মশার কামড়ে ফুলে যায়, চুলকায় কেন?

 why-itching


মশার কামড়ে ফুলে যায়

শীত আসি আসি করছে, কিন্তু মশারা এসে গেছে। মশার কামড় দিলে অনেকেরই শরীরের সেই অংশ ফুলে যায়, চুলকায়।

এই চুলকানোটা খুবই অস্বস্তির, এর থেকে মুক্তির পথ আমাদের অনেকেরই জানা নেই। মশার কামড়ানোর পর এসব বিরক্তিকর সমস্যা থেকে মুক্তি পেতে যা করতে পারি:

•    ঠাণ্ডা পানি বা বরফ দেয়া ব্যাগ চেপে ধরুন আক্রান্ত স্থানে, চুলকানো কমে যাবে
•    বেকিং সোডা ও সামান্য পানি মিশিয়ে পেস্ট তৈরি করুন, এবার লাগিয়ে নিন
•    নিম তেল দিলেও মশার কামড়ে উপকার পাওয়া যায়
•    বাজারে কিছু ক্রিম পাওয়া যায়, যেগুলো ব্যবহার করতে পারেন
•    অ্যালাজির ওষুধ খেলেও ফোলাভাব কমে
•    মশার কামড়ের যন্ত্রণা থেকে বাঁচতে মশারি ব্যবহার করুন।

বাড়ির চারপাশ পরিষ্কার করুন, নিয়মিত।আর্বজনা যেখানে সেখানে ফেলবেন না। পাণি যাতে জমে না থাকে ,সে দিকে খেয়াল রাখতে হবে । 

মশার কামড়ে ফুলে যায়, চুলকায় কেন? মশার কামড়ে ফুলে যায়, চুলকায় কেন? Reviewed by Unknown on 4:24 AM Rating: 5

No comments:

ads 728x90 B
Powered by Blogger.