হাত ব্যাগে যেগুলো নিতে ভুলবেন না
গরমে ঈদ হচ্ছে প্রতিদিনই সবাই বাইরে বের হচ্ছেন, কেউ কেনাকাটা করতে কেউবা গ্রামের বাড়ি যাচ্ছেন। বাইরে বের হওয়ার সময় খেয়াল করে হাত ব্যাগে কয়েকটি জিনিস নিয়ে নিন, যাত্রায় কষ্ট কমে যাবে আর প্রয়োজনে কাজেও দেবে।
হাত ব্যাগে যেগুলো নিতে ভুলবেন না:
পানি
গরমে যেকোনো সময় অসুস্থবোধ করতে পারেন। হাতের কাছে বিশুদ্ধ পানির ব্যবস্থা নাও থাকতে পারে। অবশ্যই ছোট একটি বোতলে খাওয়ার পানি নিয়ে নিন। আরও ভালো হয় যদি স্যালাইন পানি বা লেবু পানি নিয়ে নিন।
ছাতা-ক্যাপ বা স্কার্ফ
বৃষ্টির সময় রাস্তায় থাকলে ভিজতে হবে, ছোট-হালকা ওজনের একটি ফোল্ডিং ছাতা রেখে দিন ব্যাগে। আর রোদ থেকে বাঁচতে ক্যাপ বা স্কার্ফ রাখুন।
হ্যান্ড স্যানিটাইজার
বাইরে অনেক বেশি জীবাণু থাকে। সব সময় হাত সাবান দিয়ে ধোয়া সম্ভব হয়না। ব্যাগে ছোট একটা হ্যান্ড স্যানিটাইজারের বোতল রাখুন। সুস্থ থাকবেন।
পারফিউম/বডি স্প্রে
গরমে ঘেমে শরীর থেকে অনেক সময় দুগর্ন্ধ হতে পারে, যা নিজের কাছেই অস্বস্তি লাগে। ব্যাগে ছোট একটি পারফিউম বা বডি স্প্রে রাখুন, প্রয়োজনে স্প্রে করে নিন।
এছাড়াও আইডি কার্ড, টাকা, মোবাইল ফোন, চার্জার, কিছু প্রশাধন সামগ্রী, ঘরের চাবি অবশ্যই সঙ্গে রাখুন।
সঙ্গে রাখুন ?
Reviewed by Unknown
on
10:13 PM
Rating:
No comments: