বন্ধুত্ব
জীবনে যত সম্পর্কই থাকনা কেন? বন্ধু ছাড়া আর কেই বা বোঝে গভীরে, অত
ভালো করে। এই সম্পর্ক সমস্ত কিছুর উর্ধ্বে। তাই মাঝে মধ্যে এই সম্পর্কটা নবায়ন
করার প্রয়োজন হয়, প্রয়োজন হয় উদযাপনের। প্রতিবছর আগস্ট মাসের প্রথম রোববার সারা
বিশ্বে বন্ধু দিবস পালন করা হয়।
বন্ধুত্ব নিয়ে বিখ্যাত ব্যক্তিরাও এমনই ভেবেছিলেন, বন্ধু ছাড়া লাইফ
ইমপসেবল!
নিয়তি তোমার আত্মীয় বেছে দেয়, আর তুমি বেছে নাও তোমার বন্ধু।
জ্যাক দেলিল [১৭৩৮- ১৮১৩], ফরাসী কবি
একজন বিশ্বাসী বন্ধু দশ হাজার আত্মীয়ের সমান।
ইউরিপিদিস [গ্রিক নাট্যকার]
বন্ধত্ব একমাত্র সিমেন্ট যা সবসময় পৃথিবীকে একত্র রাখতে পারবে।
উইড্রো
উইলসন
যদি
থাকে বন্ধুর মন গাং পাড় হইতে কতক্ষণ
জীবনানন্দ
দাশ
বিশ্বস্ত
বন্ধু হচ্ছে প্রাণরক্ষাকারী ছায়ার মতো। যে তা খুঁজে পেলো, সে একটি গুপ্তধন পেলো।
-
নিটসে
একটি
ভালো বই একশ জন বন্ধুর সমান । কিন্তু একজন ভালো বন্ধু একটি লাইব্রেরির সমান ।
-
ডক্টর এ.পি.জে আব্দুল কালাম
অন্ধকারে
একজন বন্ধুর সঙ্গে হাঁটা আলোতে একা হাঁটার চেয়ে ভালো
-
হেলেন কেলার
দুঃখ নিজেই নিজের খেয়াল রাখতে পারে, কিন্তু আনন্দের
পুরোটা উপভোগ করতে চাইলে অবশ্যই তোমাকে তা কারো সঙ্গে ভাগ করে নিতে হবে।
মার্ক টোয়েন
কখনো কোনো বন্ধুকে আঘাত করো না, এমনকি ঠাট্টা করেও না।
সিসেরো
কোনো মানুষই অপ্রয়োজনীয় নয় যতোক্ষণ তার একটিও বন্ধু
আছে।
রবার্ট লুই স্টিভেন্স
সর্বোৎকৃষ্ট আয়না হলো একজন পুরনো বন্ধু।
জীবনে যতো বড়ই সম্পর্ক থাকুক না কেনো বন্ধুত্বের মতো সম্পর্ক আর কোথাও নাই
Reviewed by Unknown
on
3:52 AM
Rating:
very nice
ReplyDeleteyes
ReplyDelete