ভালোবেসে গেলাম শুধু, ভালোবাসা পেলাম না।অথবা ভালোবাসা চাই না,এমন নিঃস্বার্থ ভালোবাসার গল্প-গান সিনেমাতেই ভালোলাগে। আমরা বাস্তব জীবনে যাকে ভালোবাসি,তার কাছে ভালোবাসা আশাও করি।
কীভাবে পাবো সেই কাঙ্ক্ষিত ভালোবাসাঃ
আর্কষণীয়
নিজের আর্কষণ সবচেয়ে জরুরি।নিজেই যদি নিজেকে হারিয়ে ফেলেন তবে অন্যদের কাছে যেটুকু আশা করেন সেই মূল্যায়নটুকুও পাবেননা।
দৃষ্টিঃ
চোখ তো মনের কথাই বলে। প্রিয় মানুষটির চোখে যদি ভালো লাগা নাই দেখতে পারেন,তবে সে আবার কেমন ভালোবাসা।
হাসিঃ
হাসি হচ্ছে পৃথিবীর সব থেকে দামী সম্পদ। সুন্দর করে হেসে প্রিয় মানুষকে কিছু বলেই দেখুন। তিনি কখনোই সেই কথা না রক্ষা কএ পারবেননা।শুধুমাত্র হাসি দিয়েই সবার প্রিয় হতে পারেন।
স্পর্শঃ
ছোট ছোট স্পর্শ সম্পর্ককে গভীর করে। সঙ্গীর সঙ্গে টিভি দেখার সময় পাশাপাশি বসুন। হাঁটার সময় হাতটি বাড়িয়ে দিন।এইতো......
নিজের ভালবাসার কথা মন খুলে বলুন, তার না বলা কথা থেকে ভালবাসা খুজে নিতে ভুল করবেন না ।
কীভাবে পাবো সেই কাঙ্ক্ষিত ভালবাসা?
Reviewed by Unknown
on
3:28 AM
Rating:
vry nic
ReplyDelete