Seo Services

কিছু অভ্যাস, বয়স কম দেখাবে১০বছর, নিজের সৌন্দর্য ধরে রাখতে কি প্রয়োজন তা জেনে নিন?




কিছু অভ্যাস
দৈনন্দিন জীবন-যাপনে কিছু ভুল অভ্যাসের কারণে আমাদের দেখতে আসল বয়সের থেকেও ১০ বছর বেশি মনে হয়। তবে একটু সর্তক থাকলেই কিন্তু আসল বয়সের চেয়ে ১০ বছর কম দেখাবে নারীদের। যা করতে হবে:


ঘুমানোর সময় উপুড় হয়ে না শুয়ে সোজা থাকুন। উপুড় হয়ে ঘুমালে ত্বক ঝুলে যায়, রক্ত চলাচল বাধা পায়।


সকালের মিষ্টি রোদ থেকে যেমন আমরা প্রয়োজনীয় ভিটামিন ডি পাই। তেমনি প্রখর রোদে সূর্যের অতিবেগুনি রশ্মি চোখের জন্য ক্ষতিকর। আমাদের চোখের চারপাশের ত্বক বেশি কোমল হয়, ফলে ক্ষতিটাও দ্রুত হয়, বয়সের ছাপ পড়ে, ডার্ক সার্কেল দেখা দেয়। এজন্য রোদে অবশ্যই সানগ্লাস ব্যবহার করুন।

চিপস-চিকেন ফ্রাই খেতে যতোই পছন্দ করেন, স্বাস্থ্য আর সৌন্দর্যের কথা মাথায় রাখুন। প্রচুর ফল-সবজি, মাছ আর লাল-চাল, আটার তৈরি খাবার খান।

দীর্ঘ সময় এসিতে থাকার ফলেও আমাদের ত্বক শুষ্ক হয়ে যায়। সব থেকে ভালো হয় এসিতে কম থাকলে, আর যদি থাকতেই হয়, তবে ময়েশ্চারাইজার ব্যবহার  করুন।

খুব সাধারণ এই বিষয়গুলো মেনে চলুন, দীর্ঘ দিন তারুণ্য এবং  নিজের সৌন্দর্য ধরে রাখুন।

কিছু অভ্যাস, বয়স কম দেখাবে১০বছর, নিজের সৌন্দর্য ধরে রাখতে কি প্রয়োজন তা জেনে নিন? কিছু অভ্যাস, বয়স কম দেখাবে১০বছর, নিজের সৌন্দর্য ধরে রাখতে কি  প্রয়োজন তা জেনে নিন? Reviewed by Unknown on 3:35 AM Rating: 5

No comments:

ads 728x90 B
Powered by Blogger.